বাংলাদেশ ওয়াচটাওয়ার সোসাইটি সম্বন্ধে

বাংলাদেশ ওয়াচটাওয়ার সোসাইটি (Bangladesh Watchtower Society, BWS) হল একটি স্থানীয় সংস্থা, যেটি ১৯৯৮ সালের এপ্রিল মাসে ১৮৬০ সালের সোসাইটি নিবন্ধন আইনের (Societies Registration Act XXI 1860) ধারায় নিবন্ধিত হয়। এ ছাড়া, উক্ত সংস্থা ২০০৩ সালে এনজিও বিষয়ক ব্যুরোতে স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে নিবন্ধিত হয়। BWS স্বেচ্ছাকৃত দানের দ্বারা পরিচালিত হয়। “যিহোবার সাক্ষি” নামে পরিচিত এক আন্তর্জাতিক খ্রিস্টীয় সংগঠনের পক্ষে বাংলাদেশের বৈধ প্রতিনিধি হিসেবে BWS কাজ করে আসছে। যিহোবার সাক্ষিরা বাংলাদেশসহ দ্বীপ ও দেশ মিলিয়ে ২৪০টা জায়গায় সক্রিয় রয়েছে।

BWS-এর কার্যক্রম

প্রকাশনাদি অনুবাদ ও ছাপানো: BWS বাংলাদেশে বাইবেলভিত্তিক শিক্ষা কার্যক্রমকে সমর্থন করে, মূলত খ্রিস্টান পটভূমির লোকদেরকে বিনামূল্যে বাইবেল ও বাইবেলভিত্তিক প্রকাশনাদি বিতরণ করার কাজ এগিয়ে নিতে সাহায্য করে থাকে। সেই প্রকাশনাদির মধ্যে রয়েছে, বাংলা ও গারো ভাষায় বিভিন্ন প্রবন্ধ, ভিডিও এবং অডিও রেকর্ডিং। এগুলো যিহোবার সাক্ষিদের অফিসিয়াল ওয়েবসাইট jw.org® (www.jw.org) এবং JW Library® অ্যাপের মাধ্যমে ১,০০০-এরও বেশি ভাষায় ডাউনলোড করা যায় (JW Library® অ্যাপটি Apple App Store, Google Play, Windows Apps এবং Amazon App ওয়েব স্টোরে পাওয়া যায়)। এই প্রকাশনাগুলো লোকদের নিজের মাতৃভাষায় বাইবেল ও বাইবেলের শিক্ষা থেকে উপকার লাভ করতে সাহায্য করে। ২০২০ সালে খ্রিস্টীয় গ্রিক শাস্ত্র-এর নতুন জগৎ অনুবাদ বাংলা ভাষায় প্রকাশ করা হয়, যা যিহোবার সাক্ষিদের ইতিহাসে এক মাইলফলক। বর্তমানে ইব্রীয় শাস্ত্র (যেটাকে সাধারণত পুরাতন নিয়ম বলা হয়) বাংলা ভাষায় অনুবাদ করার কাজ চলমান রয়েছে।

সমাজের জন্য উপকার

BWS বাইবেলভিত্তিক শিক্ষামূলক কাজকে সমর্থন করার মাধ্যমে সমাজের কল্যাণে অবদান রাখে।

বাংলাদেশ ওয়াচটাওয়ার সোসাইটির প্রকল্প সম্বন্ধে

প্রকল্পের বিস্তারিত বিবরণ

  1. শিক্ষামূলক প্রকাশনাগুলো বাংলায় ও গারো (আবেং) ভাষায় তৈরি করা
    • বাইবেলভিত্তিক শিক্ষামূলক প্রকাশনাগুলো ও ভিডিওগুলো ইংরেজি থেকে বাংলা ও গারো (আবেং) ভাষায় অনুবাদ করা হয়।
  2. সাপ্তাহিক সেমিনার আয়োজন করা
    • নির্ধারিত স্থানে সাপ্তাহিক সেমিনারের আয়োজন করা হয়।
    • বাইবেলভিত্তিক শিক্ষামূলক কার্যক্রমের উপস্থাপনা ভিডিওসহ তুলে ধরা হয়।
    • আগ্রহী ব্যক্তিদেরও অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়।
    • সেমিনারের স্থান প্রস্তুতকরণার্থে প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়।
  3. এক (১) দিনের সম্মেলন আয়োজন করা
    • প্রতি বছর দুই (২) বার করে এক (১) দিনের সম্মেলনের আয়োজন করা হয়।
    • বাংলাদেশের সমস্ত আগ্রহী ব্যক্তিদের বাইবেলভিত্তিক শিক্ষামূলক কার্যক্রম থেকে উপকার লাভ করার জন্য আমন্ত্রণ জানানো হয়।
  4. তিন (৩) দিনের সম্মেলন আয়োজন করা
    • প্রতি বছর এক (১) বার করে তিন (৩) দিনের সম্মেলনের আয়োজন করা হয়।
    • বাংলাদেশের সমস্ত আগ্রহী ব্যক্তিদের বাইবেলভিত্তিক শিক্ষামূলক কার্যক্রম থেকে উপকার লাভ করার জন্য আমন্ত্রণ জানানো হয়।
    • যারা উপস্থিত হতে আগ্রহী, তাদের সুবিধার জন্য আগে থেকে সম্মেলনের সময় ও স্থান সম্বন্ধে তথ্য জানানো হয়।
  5. প্রকাশনাদি বিতরণ করা
    • বাইবেল ও বাইবেলভিত্তিক প্রকাশনাদি বিনামূল্যে আগ্রহী ব্যক্তিদের কাছে বিতরণ করা হয়।

আমাদের সম্বন্ধে আরও জানার জন্য

যিহোবার সাক্ষিদের অফিসিয়াল ওয়েবসাইট jw.org® দেখুন।